Bangaon Death: গোপালনগরে মনুয়াকাণ্ডের ছায়া, প্রৌঢ় স্বামী 'খুনে' গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক
উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর (Bangaon) গোপালনগরে মনুয়াকাণ্ডের ছায়া। ৬০ বছরের স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। বিষ খাইয়ে ও মাথায় আঘাত করে খুনের (Murder) অভিযোগ। গতকাল ওই ব্যক্তির স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, পার্ক হোটেলের পর এবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ উঠল। আবগারি দফতর সূত্রে দাবি, গত ১০ জুলাই পার্ক হোটেলে পার্টি চলার দিনই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও একটি জন্মদিনের পার্টি হয়। অভিযোগ, আবগারি দফতরের অফিসাররা যাওয়ার আগে হোটেলের লবির আলো নিভিয়ে অনেকে পালিয়ে যান। কারা সেদিন সেখানে ছিলেন? মদ সরবরাহ করা হয়েছিল কিনা, এ সব জানার জন্যই আবগারি দফতর থেকে ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে হোটেল ম্যানেজারের কাছে। তলব করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও।