Bangla Bandh: ভবানীপুরে সকাল থেকে রাস্তায় অগ্নিমিত্রা পাল, গাড়ি না চালাতে অনুরোধ চালকদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভবানীপুরে সকাল থেকে রাস্তায় অগ্নিমিত্রা পাল, গাড়ি না চালাতে অনুরোধ চালকদের
আরও খবর..
বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দু অধিকারীর। এপ্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার ঠিক করুন।"
"পুজোর আগে বনধ ডেকে রাজ্যের অর্থনীতির ক্ষতি করার চক্রান্ত হচ্ছে", অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। প্ররোচনামূলক রাজনীতির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
নবান্ন অভিযানে ছাত্রসমাজের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ। বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে বনধের ডাক দিল গেরুয়া শিবির।
অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার নবান্ন অভিযানের অন্যতম আয়োজক সায়ন লাহিড়ি। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন। পুলিশের প্রকাশ করা ভিডিওতে শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করে পুলিশ।