Bangla Bandh: বনধের বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

ABP Ananda Live: বনধের বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ। মামলাকারীর ৫০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী দিনে মামলাকারী আইনজীবী আর কোনও জনস্বার্থ মামলা করতে পারবেন না। মামলা খারিজ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও খবর, 'মানসিক ভাবে আমরা কিছুটা বিপর্যস্ত হচ্ছি। এটা আমরা আগেও বলেছি এখনও বলছি, এই ঘটনায় একজন যুক্ত নয়। কারণ যে মেয়েকে ১৫ মিনিট অন্তর অন্তর প্রয়োজন তাকে ৭ ঘণ্টায় একবারও প্রয়োজন হল না? নিশ্চয় কেউ তথ্য দিয়েছে, আর সে হাসপাতালের ভিতরেরই লোক। আমরা প্রথম থেকেই বলে আসছি যে ভেতরের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ এত রাতে ঢুকবে কী করে? আমার মেয়ের কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমার মেয়ে কারও ধারের কাছে যায় না। সে সবসময় পড়াশোনা নিয়ে থাকতেই বেশি পছন্দ করত। কোনও ব্যক্তিগত সমস্যার কথা আমার মেয়ে আমাদেরকে জানায়নি। হাসপাতলে পোঁছানোর পর থেকে আমাদের প্রায় ৩ ঘণ্টার উপর বসিয়ে রাখা হয়েছিল। শুনতে পাচ্ছি সেমিনার রুমে আছে কিন্তু ঢুকতেই দেয়নি।' আরজি কর কাণ্ডে মন্তব্য নিহত চিকিৎসকের পরিবারের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola