Nadia News: প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার টুঙ্গি সীমান্তে চার-চারটি বাঙ্কারের হদিশ।

ABP Ananda LIVE : নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে হদিশ বাঙ্কারের। মাটি খুঁড়ে বাঙ্কার উদ্ধারের পর মিলল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। একটি অর্ধসমাপ্ত বাঙ্কারেরও হদিশ মিলেছে। মাজদিয়ায় কলেজের সামনে আম বাগানে অভিযান চালায় BSF। অনুমান, বাংলাদেশে পাচারের জন্য কাফ সিরাপগুলি মজুত করা হয়েছিল। সীমান্তে নজরদারি বাড়ায় গোপনে মাটি খুঁড়ে বাঙ্কার তৈরি করেছিল পাচারকারীরা। 

 

 

‘অভয়ার মা-বাবা বিভ্রান্ত, চক্রান্তকারীরা মন্ত্রণা দিচ্ছে ওঁদের’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় পাল্টা জবাব কুণালের

 

শনিবার সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওঁরা? মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে! তাঁরা কিছু অন্ধ, তৃণমূল বিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন।"

কুণাল আরও বলেন, "আমরা বিস্মিত, মেয়ের মৃত্যুতে যে বাবা-মার বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক-একদিন এক-এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কী করে হতে পারে! আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি... প্রথম দিন থেকে ইস্পাত কঠিন ভাবে এঁরা সাংবাদিকদের নানা কথা বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার মা-বাবা। পূর্ণ সম্মান দিয়েই বলছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola