Bangladesh MP Murder: নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বাংলাদেশের সাংসদ আনওয়ার-উল-আজিমকে খুনের ঘটনায় CID-র নজরে কলকাতায় অ্যাপ ক্যাব চালক। রাজ্য পুলিশের গোয়েন্দাদের অনুমান, ওই চালক তথ্য গোপন করছেন। আজ তাঁকে ফের তলব করেছে CID। এছাড়া জুবের নামে আরও এক সন্দেহভাজনকে আটক করেছে সিআইডি। সূত্রের খবর, ৩০ এপ্রিল এক মহিলা-সহ ৩ জন বাংলাদেশ থেকে কলকাতায় এসে অ্যাপ ক্যাব সার্ভিস থেকে গাড়ি ভাড়া করেন। ১৩ মে, ওই গাড়িতে করেই নিউটাউনের আবাসনে আনা হয় বাংলাদেশের সাংসদকে। CC ক্যামেরায় ধরা পড়ে, ১৪ মে ওই ৩ জন একটি ট্রলি ব্যাগ নিয়ে ওই গাড়িতে করেই আবাসন থেকে বেরিয়ে যান। তদন্তকারীদের অনুমান, সাংসদকে খুন করে দেহ খণ্ড খণ্ড করে ট্রলি ব্যাগে পোরা হয়েছিল। আবাসন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নিউটাউনের একটি শপিং মলে যায় অভিযুক্তরা। মাঝে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিল গাড়ি। তদন্তকারীদের অনুমান, সম্ভবত দেহ কোথায় ফেলা হবে, তা নিয়ে ধন্দে পড়েছিল আততায়ীরা। সেখান থেকে অভিযুক্তরা কীভাবে বাংলাদেশে পালিয়ে গেল, খতিয়ে দেখছে CID।


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram