Lok Sabha Election 2024: ভোটের ডিউটি থেকে অপসারিত ২ IAS! কেন? ABP Ananda Live
ভোটের ডিউটি (Election Duty) থেকে সরানো হল দক্ষিণ কলকাতার (South Kolkata) জেলা নির্বাচনী আধিকারিক রশ্মি কমল এবং উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লঙ্গানাথন। এর আগে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে ভোটের ডিউটি থেকে সরানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আর এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ১ জুন কলকাতা দক্ষিণ, বারাসাত, বসিরহাট-সহ ৯ টি লোকসভা আসনে ভোট। নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছে, অপসারিত দুই IAS অফিসারকে (IAS Officer) নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন কাজের দায়িত্ব দিতে হবে। বসিরহাট তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের মনোনয়ন বাতিলের আবেদন করে বিজেপি। কিন্তু, নির্বাচনী আধিকারিকরা তা বাতিল না করায় দুই প্রার্থী মনোনয়ন গৃহীত হয়। ২ আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি। এবার ওই ২ নির্বাচনী আধিকারিককে সরিয়ে দিল কমিশন (Election Commission)।