Bangladesh MP Murder: বাংলাদেশের সাংসদের খুনির ডেরায়! কোথায় থাকত ধৃত কসাই জাহিদ? ABP Ananda Live

Continues below advertisement

নিউটাউনের (Bangladesh MP Murder) অভিজাত আবাসন থেকে পাওয়া সিসিটিভি (CCTV Footage) ফুটেজ খতিয়ে দেখে, গোয়েন্দাদের অনুমান রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয় বাংলাদেশের (Bangladesh MP Murder News) সাংসদকে। ঘটনার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান নামে এক বাংলাদেশি মার্কিন নাগরিক। তাঁর নির্দেশেই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে জুবের। তদন্তকারীরা জানতে পেরেছেন, বছরখানেক আগে রাজারহাট মেন রোডের একটি অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নেন আখতারুজ্জামান। মাঝেমধ্যে তিনি এই ফ্ল্যাটে আসতেন। 

সবুজ ট্রলিব্যাগ নিয়ে লিফটে উঠছেন ২ জন। ওই ব্যাগেই কি পাচার করা হয় বাংলাদেশের সাংসদের দেহাংশ? তেমনই অনুমান তদন্তকারীদের। কিন্তু মুম্বই থেকে কসাইকে কলকাতায় আনল কে? সিআইডি সূত্রে খবর, ঘটনার মাস্টারমাইন্ড এক বাংলাদেশি মার্কিন নাগরিক। ধৃত কসাইকে জেরা করা তাঁর সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

বিধাননগর কমিশনারেট ও ব্যারাকপুর কমিশনারেটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আরও ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে ফেরার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলকাতার এক ক্যাব চালককে। দেহ লোপাট করতে ওই অ্য়াপ ক্য়াবচালকের সাহায্য় নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া জুবেরের সঙ্গে থাকা ব্যক্তির পরিচয়।

ডিসক্লেমার : এই খুনের খবর ও বর্ণনা  আপনাকে বিচলিত করতে পারে। দুর্বলচিত্তের মানুষদের না-দেখাই শ্রেয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram