Intruder News: দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ! আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা

Continues below advertisement

ABP Ananda Live: দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ! অনুপ্রবেশকারীদের আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা। ফেরত পাঠানো হল ওপারে। চিহ্নিত ৪০০ বাংলাদেশি পরিবার। জালে পাসপোর্ট জালিয়াতির আরেক ধুরন্ধর। গাইঘাটায় গ্রেফতার বেহালার ট্রাভেল সংস্থার কর্ণধার। জাল নথিতে বানানো পাসপোর্ট দেখিয়ে ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ, আদালতে দাবি পুলিশের। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই। একের পর এক জালিয়াতি প্রকাশ্যে আসতেই দাবি ডিজির। এবার থেকে নজর রাখবেন এসপি, ডিসি-রা, জানালেন রাজীব কুমার। বাংলাদেশ থেকে বাড়ছে অনুপ্রবেশ। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকায় অনুপ্রবেশকারীদের মা-বাবা সাজছে সিন্ডিকেট সদস্যরাই। জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা। ধৃতের কাছে মিলল ৯৫ হাজার টাকা। জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে, চক্রে আর কারা? তদন্তে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram