Chok Bhanga Chota: সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার, বাংলাদেশের বিরুদ্ধে আদৌ পদক্ষেপ নেবে ভারত?
Bangladesh: 'এটাকে আস্ফালন ছাড়া অন্য কিছুই বলা চলে না। ৭১ এর যুদ্ধে যদি বাংলাদেশের পাশে না দাঁড়াত তাহলে বাংলাদেশ নামে দেশটার সৃষ্টিই হত না'। বাংলাদেশ কাণ্ড নিয়ে মন্তব্য ABP আনন্দের প্রতিনিধির। ইউনূসের বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ, এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান ---এ কোন বাংলাদেশ? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা? : 'মরতে হলে ভারতে মরব, বাংলাদেশে ফিরব না', চোখে-মুখে আতঙ্ক এদেশে আসা বাংলাদেশিদের। 'জেলে থাকতে হলেও ভারতেই থাকব, বলছেন বাংলাদেশিরা। মৌলবাদীদের আক্রমণে বাংলাদেশ এখন হামলাদেশ। ত্রিপুরায় আটক ১০ জন বাংলাদেশি নাগরিক।