Bangladesh News: বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে চুরি গেল মোদির দেওয়া সোনার মুকুট | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে নির্যাতনের নানা ভিডিও। এরই মধ্যে ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়ে দুর্গা পুজোয় শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মহম্মদ ইউনূস। এবার দুর্গাপুজোয় সপ্তাহান্তের দুই দিন ছুটি ছাড়াও ২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতেই এল চাঞ্চল্যকর এক খবর। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে চুরি গিয়েছে দেবীর মাথার মুকুটটি। যেটির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবাসীর সেন্টিমেন্ট। 

প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা আড়াইটা নাগাদ মন্দিরে চুরির ঘটনাটি ঘটে।  ২০২১ সালে বাংলাদেশ সফরে যান মোদি। সে সময় প্রসিদ্ধ যশোরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন তিনি।  নরেন্দ্র মোদি কালীপ্রতিমার মাথায় সোনার ওই মুকুট পরিয়ে দিয়েছিলেন। সেই মুকুটটিই খোয়া গিয়েছে বলে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে খবর। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram