Bangladesh: চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গাইঘাটায় গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী

Continues below advertisement

Bangladesh News: চোরাপথে বাংলাদেশে ফেরার পথে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। দু'জনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম। তাঁরা বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃতরা ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে খবর।। এই দুই মহিলা কাজ করছিলেন মুম্বইয়ে। তবে চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য এসেছিলেন গাইঘাটার কাহনকিয়ায়। এরপরই গ্রেফতার হন তাঁরা। জানা গিয়েছে, বছর পাঁচেকের এক বাচ্চাকে নিয়ে বাংলাদেশে বেআইনি ভাবে ফেরার চেষ্টা করছিলেন ধৃত দুই মহিলা। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগে ভারত-বাংলাদেশের তারালি সীমান্ত থেকে আটক হয়েছে ১ জন অনুপ্রবেশকারী। অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার আগে স্বরূপনগর থানার তালারি সীমান্ত থেকে আটক করা হয়েছে এই ব্যক্তিকে। বিএসএফ প্রথম আটক করে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram