Bangladesh: ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি, ১২ বছর ধরে ভারতে যাতায়াত ছিল ধৃতের
ABP Ananda LIVE: ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম মহম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে কলিন লেন এলাকা থেকে পাকড়াও। ২০২৩ থেকে খিদিরপুরে থাকছিল আবিদুর রহমান। বাজেয়াপ্ত করা আধার কার্ড, ভোটার কার্ড খতিয়ে দেখা হচ্ছে। ১২ বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল আবিদুরের, খবর পুলিশ সূত্রের
আরও খবর, জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, ২ জানুয়ারির পর যে কোনও দিন দেখা করবেন, উল্লেখ চিঠিতে। অর্জুন সিংহ বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ করায় অর্জুন সিংহর বিরুদ্ধে FIR করে তৃণমূল কংগ্রেস। ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আজ অর্জুন সিংহকে থানায় তলব করে পুলিশ