Bangladesh News: কেন আগেভাগে জঙ্গিদের খবর জানা যাচ্ছে না ? কী করছে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশের জঙ্গি সংগঠন-যোগে মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। ক্য়ানিং থেকে, যে কাশ্মীরি জঙ্গিকে রাজ্য় পুলিশের এসটিএফ ধরেছে, তারও ইনপুট এসেছিল কাশ্মীর পুলিশের কাছ থেকে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কী করছে পশ্চিমবঙ্গের পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক? কেন আগেভাগে জঙ্গিদের খবর জানা যাচ্ছে না? পাশাপাশি, উদ্বেগ বাড়াচ্ছে, কেরলে গ্রেফতার হওয়া বাংলাদেশি জঙ্গির, মুর্শিদাবাদের ঠিকানায় একাধিক পরিচয়পত্র তৈরির করার ঘটনাও! ভোটার কার্ড, আধার কার্ড এমনকি ভারতীয় পাসপোর্টও তৈরি করে ফেলছে জঙ্গিরা! আর এ নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা
আরও খবর...
এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই প্রেক্ষাপটে এবার নতুন করে রহস্য বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেসে বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়?