Gaighata News: চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গাইঘাটায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গাইঘাটায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিনজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃত রুনা খাতুন ও হাসিনা বেগম বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃতরা ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ধৃতরা কাজ করছিলেন মুম্বইয়ে, চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য এসেছিল গাইঘাটার কাহনকিয়ায়। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ।
আরও খবর...
বিদ্বেষের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামের কাঠগড় এলাকায় হিন্দু যুবক প্রান্ত তালুকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। মারধরের অভিযোগ উঠল ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে। ওই যুবকের বাড়িতে ৪০ থেকে ৫০ জন মৌলবাদী আক্রমণ চালায় বলে অভিযোগ। 'হিন্দু নির্যাতনের প্রতিবাদে লেখালেখি করায় এই আক্রমণ'। অভিযোগ, দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্তর। দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত এক্স হ্যান্ডলে হামলার ছবি পোস্ট করেছেন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে।
CC ক্যামেরায় ধরা পড়েছে হিন্দু যুবককে তুলে নিয়ে যাওয়ার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা কাপড় জড়িয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র ‘সমকাল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। রাতে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।