West Bengal News: ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের উদ্যোগে হাওড়ার আমতায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বন্টন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আমতার আমরাগোড়া জয়পুর ব্লকে বন্যাত্রাণ নিয়ে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সদস্যরা । আমরাগরী আমরা কজন মহিলা সংঘ প্রাইমারি কোঅপারেটিভ জয়পুর,মনুচক এ উপস্থিত হয়। হুগলীর নিকটবর্তী হাওড়ার শেষপ্রান্তে ঘরে ঘরে জল দীর্ঘদিন ধরে থাকে। প্রায় ১২০ জন মহিলার হাতে নুতন শাড়ি সহ চাল, ডাল সহ বহুবিধ নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। এ ব্যাপারে গ্রামীণ ব্যাঙ্কের সাধারণ সম্পাদক সৃজন পালের সহযোগিতায় ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সৌম্য দত্ত, বিশ্ব রঞ্জন রায়, অরুন কুমার রায়, সুধাংশু বাসু, সুবীর দত্ত উপস্থিত থেকে বিতরণ করে।
আরও খবর..
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণে তৃণমূলের একের পর এক সাংসদ-বিধায়ক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে সিপিএম, অভিযোগ শাসক নেতাদের। সিপিএম-কে 'কাল কেউটের জাত' বলে আক্রমণ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের
অনশন প্রত্যাহার করে বৈঠকে বসতে ইমেল করেছিলেন মুখ্যসচিব। কিন্তু অনশন না তুলেই বৈঠকে যাওয়ার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিবকে পাঠানো হল পাল্টা ইমেল। পাশাপাশি এদিন ফের একবার ১০ দফা দাবি ইমেল করেছেন আন্দোলনকারীরা।