Bankura: এক টুকরো খুশির আমেজ, জমে উঠেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়িমেলা । Bangla News

Continues below advertisement

এ ভালবাসা যেন চিরন্তন । কথা হচ্ছে, মুড়ির সঙ্গে রাঢ়বাংলার মানুষের। শীতের শিরশিরানি গায়ে মেখে, নদীর পাড়ে বসে চপ-মুড়ি আর বেগুনি খাওয়া। সঙ্গে কাঁচা লঙ্কা। রয়েছে উপরি পাওনাও। আত্মীয়-পরিজন আর বন্ধুবান্ধবদের সঙ্গে খোশগল্প। ঠান্ডার আমেজ গায়ে মেখে এই অনুভূতি নেন রাঢ়-বাংলার অনেক জায়গার মানুষই। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়িমেলা তার অন্যতম দৃষ্টান্ত।

কোভিড আবহে আতঙ্ক তো রয়েছেই। যার ফলে কিছুটা ফিকে হয়েছে মুড়ির মেলা। কিন্তু, মুড়ির টানে বেরিয়ে এলেন অনেকেই। এ যেন মুড়ির টানে মুড়ির মেলা। দ্বারকেশ্বরের ঘাটে বসে মুড়ি খাওয়ার আনন্দে মাতল আট থেকে আশি৷ গায়ে চাদর-সোয়েটার চড়িয়ে কাছের মানুষদের সঙ্গে বসে একের পর এক 'খাবল' মুড়ি তুলে গেলেন অনায়াসে। সঙ্গে ছিল চপ-বেগুনি-টমেটো-শশা-কাঁচা লঙ্কা-পিঁয়াজ মটরশুঁটির মতো উপকরণ। যা জমিয়ে তুলল মুড়ি মেলার আমেজ। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram