Bankura Road: মালদার বামনগোলার পর বাঁকুড়ার জয়পুর, ফের বেহাল রাস্তার 'বলি'
Continues below advertisement
মালদার বামনগোলার পর বাঁকুড়ার জয়পুর, ফের বেহাল রাস্তার 'বলি'। রাস্তা কাটা, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার পথেই প্রসূতির মৃত্যু। পঞ্চায়েত সমিতির তোরণ নির্মাণের জন্য কাটা রাস্তা। ৩ কিমি ঘুরে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু প্রসূতির। ঠিক সময়ে হাসপাতালে পৌঁছলে বাঁচানো যেত প্রসূতিকে, দাবি পরিবারের। যদিও রাস্তা কাটা থাকার কারণে মৃত্যু, মানতে নারাজ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। রাস্তা কাটা থাকলেও, বিকল্প রাস্তা ছিল, অভিযোগ উড়িয়ে দাবি পঞ্চায়েত সমিতির।
Continues below advertisement