Bankura News: প্রবল ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়া, ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি, দোকান

Continues below advertisement

ABP Ananda Live: ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়া। ক্ষতিগ্রস্ত একের পর এক কাঁচা বাড়ি, দোকান। বিকেলে বড়জোড়ায় প্রবল ঝড়-বৃষ্টি হয়। দেজুড়ি গ্রামের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে গাছ। সন্ধেয় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি।  

অন্যদিকে, বাঁকুড়া সদর থানার আকুরাবাদের বজ্রাঘাতে মৃত্যু হল এক গৃহবধূর। 

উল্লেখ্য়, এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। উল্টে গরম ও অস্বস্তি ক্রমেই বাড়ছে। দু'দিনে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। অন্য়দিকে, তীব্র গরমের মধ্য়ে দুর্গাপুরে স্বস্তির বৃষ্টি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram