Kolkata Fire: ৩ মাস ধরে বন্ধ থাকা ক্যামাক স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন! কীভাবে? ABP Ananda Live
ABP Ananda Live: পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অ্যালেন পার্কের কাছে বহুতলের ওপরের তলায় থাকা বন্ধ রেস্তোরাঁয় আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ১৫টি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলের সকালে পার্কষ্ট্রিটে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন। গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। ধোঁয়ার পুরু আস্তরণে দম বন্ধ হওয়ার জোগাড়। এভাবেই লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল একটি বন্ধ রেস্তোরাঁ। পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল। একেবারে জনবহুল এলাকা। এদিন সেখানেই একটি বহুতলে উপরের রেস্তোরাঁয় আগুন ঘিরে অফিস টাইমে ছড়াল চরম আতঙ্ক।
স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হঠাৎ আগুন লেগে যায় রেস্তোরাঁটিতে। ওই বহুতলের আরও দুটি ফ্লোরে দুটি রেষ্টুরেন্ট রয়েছে। আগুন ছড়িয়ে তার কী ভায়নক পরিণতি হতে পারে, তা ভেবেই কেঁদে ফেলেন ওই বহুতলেরই এক রেস্তোরাঁ মালিক।