Bankura: মাথাচাড়া দিচ্ছে মাওবাদী আতঙ্ক, বাঁকুড়ায় ফের উদ্ধার মাও-পোস্টার।Bangla News
বাঁকুড়ায় ফের উদ্ধার হল মাওবাদীদের নামে পোস্টার। বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় কাছে রাস্তার দুপাশে ৪টি পোস্টার। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার কারা লাগাল, তা নিয়ে তদন্তে পুলিশ। এর আগে সারেঙ্গা ও বারিকুলে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছিল।
Tags :
ABP Ananda Bankura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Jangalmahal এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাঁকুড়া Maoist Alert Mao Poster জঙ্গলমহলে মাও-পোস্টার Bankura Mao Poster