Bankura News:ভোটে দল-বিরোধী কাজের অভিযোগে, বাঁকুড়ায় তৃণমূলের তিন অঞ্চল সভাপতিতে সাসপেন্ড করল তৃণমূল

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোটে দল-বিরোধী কাজের অভিযোগে, বাঁকুড়ায়(bankura) তৃণমূলের তিন অঞ্চল সভাপতিতে সাসপেন্ড করল তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছেন সাসপেন্ডেড এক অঞ্চল সভাপতি। বিজেপি ভোট পাওয়ায় নিচু স্তরের নেতাদের ওপর জুলুম করছে তৃণমূল(tmc), বলে কটাক্ষ করেছে বিজেপি(bjp)।

মাহেশে জগন্নাথ দেবের নবযৌবন সাজ। জ্বর থেকে সেরে উঠেই অলঙ্কারে সুসজ্জিত। এদিন তিনি পরেন রুপোর হাত। দু'হাত তুলে আশীর্বাদ করেন ভক্তদের । এমনটাই বিশ্বাস ভক্তদের। সেই টানেই ছুটে আসেন ভক্তরা। রবিবার মাসির বাড়ি যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা।  প্রাচীনত্ব, মাহাত্ম্য এবং ঐতিহাসিক দিক দিয়ে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান।  জগন্নাথ দেবের নব যৌবন উপলক্ষে যেমন সেজে উঠছে পুরী , তেমনই সেজে উঠছে  শ্রীরামপুরের মন্দির। শ্রীরামপুরের মাহেশে, স্নানযাত্রার ১৩ দিন পর ভক্তদের দর্শন দেন মহাপ্রভু। শুক্রবার এই নব যৌবন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজ বেশে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয় এদিন। জগন্নাথদেবকে এই দিন রুপোর হাত পরিয়ে দেওয়া হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন দেবতা।  সেই সঙ্গে অর্পণ করা হয় ৫৬ ভোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram