Bankura News: মিউটেশন করতে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ বাঁকুড়ার এক RO-বিরুদ্ধে। ABP Ananda Live
West Bengal News: মিউটেশন করতে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার রাইপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের এক RO-বিরুদ্ধে। অভিযোগ দফতরের BLLRO-র কাছে অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। যদিও BLLRO-র দাবি, খতিয়ে দেখা যাচ্ছে গোটা বিষয়। অন্য়দিকে এই ঘটনায়, দফতরের বাইরে বিক্ষোভ দেখায় আদিবাসী কুড়মি সমাজের লোকেরা।
জমির মিউটেশন করতে গেলে চাওয়া হচ্ছে ঘুষ! আর সেই ঘুষ চাইছেন স্বয়ং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার! এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠল বাঁকুড়ার রাইপুরে। এখানকার বাসিন্দা, অমিত কুমার মাহাতোর অভিযোগ, জমির মিউটেশনের জন্য় ২২ তারিখ তিনি বাঁকুড়ার রাইপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসে যান। তখনই দফতরের একজন রেভিনিউ অফিসার তাঁর কাছ থেকে ২০০ টাকার দাবি করেন বলে দাবি তাঁর।
একথা স্বীকার করেছেন স্বয়ং অভিযুক্ত রেভিনিউ অফিসার বা RO...এখানেই ঘটনার শেষ নয়। অভিযোগকারীর দাবি, BLLRO কাছে রেভিনিউ অফিসারের বিষয়ে অভিযোগ করতে গেলে তিনি অফিসের বাইরে তা মিটিয়ে নিতে বলেন।