Bankura News: আরজি কর কাণ্ডের মধ্যেই নতুন আতঙ্ক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে
ABP Ananda Live: আরজি কর কাণ্ডের মধ্যেই নতুন আতঙ্ক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের লেডিজ হস্টেলের পাঁচিল টপকে ঢুকল এক ব্যক্তি। কালো কাপড় ও মুখঢাকা দুষ্কৃতীকে ঘিরে হস্টেলে আতঙ্ক। অভিযোগ, এক মহিলা জুনিয়র চিকিৎসকের দিকে তেড়ে যায় ওই ব্যক্তি। হস্টেলের মহিলারা ও সিকিওরিটি গার্ড ঘটনাস্থলে এলে পাঁচিল টপকে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনার পর রীতিমত আতঙ্কিত বাঁকুড়া হাসপাতালের মহিলা চিকিৎসকরা ।
আরও খবর, ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে বসানো নিয়ে উত্তাল হাসপাতাল। অধ্যক্ষের ঘরে ঢোকার মূল গেটে লাগানো হয়েছে তালা। ঘটনাস্থলে পৌঁছেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা। স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ ছাত্রদের, 'গো ব্যাক' স্লোগান। ন্যাশনাল মেডিক্যালে এসে পৌঁছে গেছেন প্রাক্তন অধ্যক্ষ অজয় রায়ও। পাহারা দিতে রাত জাগলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা। অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে ঝুলছে ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’ লেখা পোস্টার । এই পরিস্থিতিতে ন্যাশনাল মেডিক্যালে এসে পৌঁছলেন প্রাক্তন অধ্যক্ষ।