Bankura Update: স্কুল ছাত্রীদের উত্যক্ত করে তাড়া করার অভিযোগ মত্ত যুবকের বিরুদ্ধে।
Bankura News: স্কুল ছাত্রীদের উত্যক্ত করে তাড়া করার অভিযোগ মত্ত যুবকের বিরুদ্ধে। বাঁকুড়া সদর থানার হেভির মোড় এলাকার ঘটনা। অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ এলাকার বাসিন্দাদের। ওই অঞ্চলের বৈধ মদের দোকানও তুলে দেওয়ার দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ ওঠে। সিসিটিভি-র ফুটেজের সাহায্যে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও খবর,
সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার সরকারি-বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি। ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। আজ সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। রবিবার অনশন মঞ্চে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসা সুনিশ্চিত হোক। মেডিক্যাল বোর্ড করে দিনে দু'বার দিতে হবে স্টেটাস রিপোর্ট, সমস্ত মেডিক্যাল কলেজে চিঠি স্বাস্থ্য দফতরের। বাঙাল-ঘটির এক স্বর, জাস্টিস ফর আর জি কর। আজ ফের ডার্বির আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ। উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত হবে মানববন্ধন। বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে থ্রেট কালচারের অভিযোগে রবিবার ৭ ঘণ্টা অনশনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।