Bankura News: প্রশাসনের নাকের ডগায় গন্ধেশ্বরী নদীর গর্ভেই চলছে বেআইনি নির্মাণ ! খবর পেয়ে বন্ধ কাজ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাঁকুড়া শহরে প্রশাসনের নাকের ডগায় গন্ধেশ্বরী নদীর গর্ভেই চলছে বেআইনি নির্মাণ। খোঁড়া হচ্ছে ভিত। সতীঘাট এলাকায় বেআইনি নির্মাণের জন্য আনা হয়েছিল ইট-বালি। স্থানীয় বাসিন্দারা হই-চই বাধানোয় পুরসভার টনক নড়ে। বাঁকুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে চলছিল নদীর বুকে বেআইনি নির্মাণ। খবর পেয়ে কাজ বন্ধ করেন নির্দল কাউন্সিলর। অভিযুক্ত ব্যবসায়ীর আজব সাফাই, নদীর চর দখল করে অনেক বেআইনি নির্মাণ হয়েছে, তাই তিনিও ব্যবসার জন্য ঘর বানাচ্ছিলেন। বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, বেআইনি নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কার বা কাদের মদতে তা চলছিল, খতিয়ে দেখছে পুর কর্তৃপক্ষ।
আরও খবর...
আর জি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে। এবার হাইকোর্টে ,কেন্দ্রীয় সরকার জানিয়েছে,'আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোন পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়।' আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা।