Bankura News: মিড ডে মিলে বিছের মতো দেখতে পোকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার স্কুলে
ABP Ananda LIVE: মিড ডে মিলে(mid day meal) বিছের মতো দেখতে পোকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার স্কুলে। এক ছাত্রীর অভিযোগ সকুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি চেপে যেতে বলা হয়। গোটা ঘটনা জানানো হয়েছে স্থানীয় বিডিওকে। পাশাপাশি মালদার চাঁচলের একটি সকুলে নিম্নমানের সব্জি দিয়ে মিড ডে মিলের রান্না করানোর অভিযোগে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ABP Ananda Live