Bakura News: ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য। দলের রাজ্য সভাপতি অনুমোদন না করলেও নিজের অবস্থানে অনড় অমরনাথ।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, আর জি কর হাসপাতালের নিরাপত্তার ভার নিল, CISF। গতকাল হাসপাতাল পরিদর্শনে যান, বাহিনীর পদস্থ অফিসাররা। কর্তৃপক্ষের পাশাপাশি, ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন অংশ। ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতিতে RG করের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ করল শীর্ষ আদালত। আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, ফের ধাক্কা রাজ্য সরকারের। পুলিশ নয়, এবার আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যায় CISF অথবা CRPF। নির্দেশ সর্বোচ্চ আদালতের।