Bansdroni Shootout: বাঁশদ্রোণীতে অফিসে ঢুকে ব্যবসায়ীকে গুলি, ঘটনাস্থলে ফরেন্সিক টিম।Bangla News

দিনেদুপুরে খাস কলকাতায় চলল গুলি। বাঁশদ্রোণীর (Bansdroni) ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ির অফিসে কলকাতা পুলিশের ফরেন্সিক দল, অফিস থেকে নমুনা সংগ্রহ করবে তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কমপক্ষে ২ রাউণ্ড গুলি চলেছে। গুলির চলার সময় ঘরে কমপক্ষে ৩-৪ জন উপস্থিত ছিল বলে অনুমান পুলিশের। ইতিমধ্যে এসএসকেএম হাসপাতাল থেকে ৪ জনকে আটক করেছে কলকাতার গুণ্ডা দমন শাখার পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola