Bansdroni Shootout: বাঁশদ্রোণীতে অফিসে ঢুকে ব্যবসায়ীকে গুলি, ঘটনাস্থলে ফরেন্সিক টিম।Bangla News
দিনেদুপুরে খাস কলকাতায় চলল গুলি। বাঁশদ্রোণীর (Bansdroni) ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ির অফিসে কলকাতা পুলিশের ফরেন্সিক দল, অফিস থেকে নমুনা সংগ্রহ করবে তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কমপক্ষে ২ রাউণ্ড গুলি চলেছে। গুলির চলার সময় ঘরে কমপক্ষে ৩-৪ জন উপস্থিত ছিল বলে অনুমান পুলিশের। ইতিমধ্যে এসএসকেএম হাসপাতাল থেকে ৪ জনকে আটক করেছে কলকাতার গুণ্ডা দমন শাখার পুলিশ।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bansdroni Shoot Out Bangur এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bansdroni Police Station Bansdroni Shoot বাঁশদ্রোণীতে চলল গুলি এবিপি আনন্দ