Bappi Lahiri Demise: সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, শোকবার্তায় মুখ্যমন্ত্রী | Bangla News
বাপি লাহিড়ির প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, "কিংবদন্তী সুরকার ও সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (অলকেশ লাহিড়ি)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি মুম্বইয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। উত্তরবঙ্গের সন্তান আমাদের বাপি লাহিড়ি অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। হিন্দি, বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড়-সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুরারোপ করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’, ২০১৫-য় স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে ‘মহানায়ক সম্মান’ ও ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বাপি লাহিড়ির পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"