Barasat News: কেন পদত্যাগ করলেন বারাসাত পুরসভার প্রধান। দলের নির্দেশে? নাকি ব্যক্তিগত কারণ?
ABP Ananda Live: কেন পদত্যাগ করলেন বারাসাত পুরসভার প্রধান। দলের নির্দেশে? নাকি ব্যক্তিগত কারণে? এই নিয়ে তৃণমূলের অন্দরেই শোনা যাচ্ছে দ্বিমত। এদিকে বনগাঁর পুরপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে এবার ডেডলাইন বেঁধে দিল দল।এদিকে ৩ বছর আগে মেয়াদোত্তীর্ণ দুর্গাপুর পুরসভায় প্রশাসকমণ্ডলী থেকে সরিয়ে দেওয়া হল ৩ জন সদস্যকে।
'যারা SIR-কে NRC বলে মুসলিমদের তাতাচ্ছেন, তাঁরাই কিন্তু SIR অ্যাকসেপ্ট করেছেন', TMC-কে আক্রমণ শানালেন শুভেন্দু
রাজ্যে চলছে SIR। আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। SIR-এর সঙ্গে NRC-কে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল।
ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ দিনে দিনে চড়ছে। SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্য়ু এবং আত্মহত্যার অভিযোগকে হাতিয়ার করে সরব তৃণমূল। পাল্টা তাদের বিরুদ্ধে মৃত্য়ু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। এই আবহে SIR এবং NRC-কে পরস্পরের সঙ্গে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২১-এর নির্বাচনেও তিনি CAA-কে NRC বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর যে নেতারা রয়েছেন, যাঁরা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন, না মুসলমানের উপকার করেছেন। লাগাতার SIR-কে NRC বলা, SIR করতে না দেব, এই প্রচার হুমকি দেওয়া এবং BLO থেকে শুরু করে নির্বাচন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি (মুখ্যমন্ত্রী) আক্রমণ চালিয়ে গেছেন।"