New Police Stations: ব্যারাকপুর কমিশনারেটের আওতায় তৈরি হচ্ছে ৮টি নতুন থানা

Continues below advertisement

স্বাধীনতা দিবসের আগে আরও আটটি নতুন থানা পেতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate)। এই মুহূর্তে কমিশনারেটে অধীনস্থ থানার সংখ্যা ১৫। আরও আটটি থানা যুক্তি হলে তা বেড়ে হবে ২৩। পুলিশ সূত্রের খবর বেলঘরিয়া থানা ভেঙে হচ্ছে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা। দমদম থানা ভেঙে হচ্ছে নাগেরবাজার থানা। টিটাগড় থানার দুটি গ্রাম পঞ্চায়েত শিউলি ও মোহনপুর নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। জগদ্দল থানা এলাকার কাউগাছি ১ নম্বর ও কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে হবে বাসুদেবপুর থানা। বীজপুরের গ্রামীণ অংশ নিয়ে তৈরি হচ্ছে জেটিয়া থানা। হালিশহর পুর এলাকায় গড়ে উঠেছে নতুন হালিশহর থানা। এছাড়াও নৈহাটি পুর এলাকা নিয়েই শুধু থাকছে নৈহাটি থানা। নৈহাটি গ্রামীণ এলাকার শিবদাসপুর ও মামুদপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হচ্ছে শিবদাস পুর থানা। পুলিশ সূত্রের খবর ভাটপাড়া ও জগদ্দলে লাগাতার অশান্তির কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন তিনটি পুলিশ আউটপোস্ট। একটি বারুইপাড়ায়, একটি রুস্তম গুমটি ও একটি গোলঘর এলাকায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন ইতিমধ্যেই এই প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা চাই এখানে ৪০-৫০টি থানা হোক। ভবিষ্যতে থানার সংখ্যা আরও বাড়বে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram