Asansol Vaccination Controversy: প্রশিক্ষণ ছাড়াই ভ্যাকসিন দিচ্ছেন প্রাক্তন ডেপুটি মেয়র, তীব্র বিতর্ক আসানসোলে

Continues below advertisement

নার্স বা স্বাস্থ্যকর্মীর বদলে এক মহিলাকে কোভিড ভ্যাকসিন দিলেন প্রাক্তন ডেপুটি মেয়র। এমন চাঞ্চল্য ঘটনা ঘটল আসানসোলে। আসানসোলে ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা। পুরসভার ভ্যাকসিন ক্যাম্পে আচমকাই এক মহিলাকে তিনি ভ্যাকসিন দেন। চিকিৎসক নন তবসসুম, নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও। তাও ভ্যাকসিন দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। এভাবে ভ্যাকসিন দেওয়া অনুচিত, মন্তব্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের। যোগাযোগ করার চেষ্টা করা হলেও, প্রতিক্রিয়া দেননি সিএমওএইচ। এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলেও। যে মহিলাকে ভ্যাকসিন দেওয়া হয় তিনি বলেন, ‘কোনও স্বাস্থ্যকর্মী না, আমাকে ইঞ্জেকশন দিয়েছেন ডেপুটি মেয়র।’ এবিষয়ে বিজেপির প্রতিক্রিয়া, ‘তাঁর ভ্যাকসিন সম্পর্কে কোনও জ্ঞান নেই। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, তাই যে কাজটা স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের করা উচিত, তা তৃণমূলের নেতা-মন্ত্রীরা করছে। নিজেরাই বিজ্ঞানী, চিকিৎসক হয়ে যাচ্ছেন তাঁরা।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram