Barrackpur News: সোনার দোকানে ডাকাতির ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
ABP Ananda Live: ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি-খুনের ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল অতিরিক্ত জেলা দায়রা আদালত। আদালতের রায়ে খুশি নয় পরিবার। রায় ঘোষণার পর আদালতের মধ্যেই তদন্তকারী অফিসার ও বিশেষ সরকারি আইনজীবীকে এক দুষ্কৃতী হুমকি দেয় বলে অভিযোগ।
আরও খবর, এয়ারপোর্টের কাছে মিলন পল্লির একটি আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটে ইডি-র তল্লাশি সন্দীপের শ্যালিকা অর্পিতা বেরা মানিকতলা ESI হাসপাতালের চিকিৎসক । তাঁর স্বামী প্রীতিন বেরা SSKM-র চিকিৎসক। স্থানীয়দের দাবি, এই আবাসনের আরেকটি ফ্ল্যাটে এসে উঠেছেন সন্দীপের শ্বশুরবাড়ির সদস্যরা । ২ দিন আগে কিছু জিনিসপত্র এখান থেকে সরানো হয়েছে বলে আবাসিকদের দাবি। ক্যানিংয়ে সন্দীপ ঘোষের সাম্রাজ্যের হদিশ! ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামে সন্দীপ ঘোষের বাংলোর খোঁজ। বাড়ির নাম 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। 'নাগরিক সমাজ যদি কোনও আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনওরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দেলন এতে আমরা সহমত। যে বা যাঁরা কোনও কর্মসূচি নেবেন, দয়া করে এই নূন্যতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা দচ্ছে সুপ্রিম কোর্টে । দয়া করে এটা বিবেচনায় রাখবেন। কিন্তু কোনও কোনও রাজনৈতিক শক্তি অরাজনৈতিক মুখোশ পড়ে অরাজকতা তৈরির জন্য যে কর্মসূচি করতে চাইছে আমরা সেই জায়গা থেকে মানুষকে সতর্ক রাখছি', মন্তব্য কুণালের।