Barrackpur Shootout: ব্যারাকপুরে ভর দুপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ ২। Bangla News

Continues below advertisement

ব্যারাকপুরে ভর দুপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ ২। বিরিয়ানির দোকানের সামনে ভর দুপুরে শ্যুটআউট। বিরিয়ানি দোকানের কর্মী ও ১ গ্রাহক গুলিবিদ্ধ ।ব্যারাকপুর-বারাসাত রোডের মোহনপুরে শ্যুটআউট
আহতদের ভর্তি করা হয়েছে বিএন বসু মহকুমা হাসপাতালে । বিরিয়ানি দোকান লক্ষ্য করে বাইকআরোহী ৩ দুষ্কৃতীর হামলা। হেলমেট পরে ছিল ১ দুষ্কৃতী, ৩জনই পরে ছিল কালো টিশার্ট। ব্যারাকপুরে। ভিড়ে ঠাসা বিরিয়ানির দোকানে শ্যুটআউট। এলোপাথাড়ি গুলিতে আহত দোকানের কর্মী প্রদীপ সিংহ। কেন হামলা? সিসি ফুটেজের সূত্র ধরে তদন্তে মোহনপুর থানার পুলিশ।



Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram