Baruipur News: বারুইপুরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের । আগামীকাল দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মসূচি শুভেন্দু অধিকারীর । এক হাজার কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের । কর্মসুচিতে ২৫ টি মাইক ব্যবহারের অনুমতি আদালতের । হাসপাতাল এলাকা বাদ দিয়ে ৫০০ মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে, নির্দেশ আদালতের ।'রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে' । রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন'
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে দু’-দু’টো তাজা বোমা
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে দু’-দু’টো তাজা বোমা। সাতসকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়াল। তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের মা এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির দরজা খুলে সিঁড়ির ওপরে রাখা মিষ্টির বাক্স দেখতে পান। বাক্সের মধ্যে ২টি তাজা বোমা রাখা ছিল। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। তৃণমূল প্রধানের বাড়িতে মিষ্টির বাক্সে করে কে বা কারা বোমা রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা।
এবার রান্নার গ্যাসে বেশি ভর্তুকি দেওয়ার টোপে প্রতারণার ফাঁদ। সাড়ে ১৯ টাকার বদলে ভর্তুকি মিলবে ২০০ টাকার বেশি।
একের পর এক LPG গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে। এ নিয়ে চেতলায় আতঙ্ক ছড়িয়েছে। রান্নার গ্যাসে বেশি ভর্তুকি পাওয়ার আশায় প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক।