Basirhat News: বসিরহাটের বিজেপি প্রার্থীর দায়ের করা নির্বাচনী মামলায় নোটিস জারি হাইকোর্টের

Continues below advertisement

ABP Ananda Live: কারচুপির অভিযোগে বসিরহাটে নতুন করে নির্বাচনের দাবিতে বিজেপি প্রার্থীর মমলা । বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা নির্বাচনী মামলায় নোটিস জারি হাইকোর্টের । বসিরহাট লোকসভা কেন্দ্রের সব নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের । সংরক্ষণ করতে হবে সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজও, নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের ।  

আরও খবর, একাধিক জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে বিজেপির দলীয় পতাকা। রাস্তা থেকে তা কুড়িয়ে নিয়ে তুলে রাখলেন দলের কর্মীরা। উত্তর কলকাতায় দেখা গেল এই ছবি। গেরুয়া শিবিরের অভিযোগ, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরীশ পার্ক-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে তাঁদের দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এমনকি কোনও কোনও জায়গায় বিজেপির পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। দলের কর্মীরা সেই সব পতাকা সংগ্রহ করে পার্টি অফিসে নিয়ে যান। গেরুয়া শিবিরের বক্তব্য, তৃণমূল, পুলিশ নাকি পুরসভা, কারা পতাকা খুলেছে তা অজানা। বিজেপি শিবিরের বক্তব্য, কোনও কারণে পতাকা খুলতে হলে, দলকে জানালে দলই তা খুলে নিত। দলীয় পতাকা দলা পাকিয়ে ফেলে দেওয়াটা চরম অসম্মান হিসেবেই নিচ্ছেন তাঁরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram