BBC: বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে একযোগে আয়কর হানা
Continues below advertisement
বিবিসি-র (BBC) দিল্লি ও মুম্বই অফিসে একযোগে আয়কর হানা।
আয়কর সমীক্ষার কাজ চলছে, জানাচ্ছে আয়কর দফতর (Income Tax Department), খবর এএনআই (NIA) সূত্রে।
দফতরে মজুত কর্মচারীদের ফোন বাজেয়াপ্ত করে তল্লাশি।
কোনও কর্মচারীর বাইরে বেরোনোর অনুমতি নেই, খবর সংবাদসংস্থা সূত্রে।
সকাল ১১ নাগাদ বিবিসি-র দুটি অফিসে আয়কর আধিকারিকদের তল্লাশি শুরু।
এটা অঘোষিত জরুরি অবস্থা, প্রতিক্রিয়া কংগ্রেসের।
বিনাশকালে বিপরীত বুদ্ধি, প্রতিক্রিয়া জয়রাম রমেশের।
Continues below advertisement