Barisha School Reopen: মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর, আজ খুলল বড়িশা স্কুল
Continues below advertisement
মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর, আজ খুলল বড়িশা স্কুল। লালবাজারের নির্দেশ মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ । মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড । হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা। পারাপার করানো হচ্ছে। স্কুলে যাওয়া-আসার সময় যাতে সকলেই । ফুটপাত ব্যবহার করেন, তার ওপর নজর রাখছেন পুলিশ কর্মীরা। অভিভাবকরা বলছেন, এই নজরদারি আগে থাকলে এভাবে প্রাণ যেত না ৭ বছরের ফুটফুটে শিশুর। এই পুলিশি তৎপরতা কতদিন বজায় থাকে, সেটাই দেখার বলে স্থানীয়রা জানিয়েছেন।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News