Behala Chaos: বেহালাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, স্থানীয়দের আশ্বাস বিধায়ক রত্নার ।Bangla News
Continues below advertisement
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের দেড়দিন পরেও থমথমে বেহালার চড়কতলা। ঘটনার পর এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধায়কের বাড়ি গিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এরকম তাণ্ডব আগে দেখিনি, জানাচ্ছেন বাসিন্দাদের একাংশ। ঘটনার দেড়দিন পরও মূল অভিযুক্ত এলাকার তৃণমূল যুবনেতা বাবন বন্দ্যোপাধ্যায় অধরা। এখনও তাঁর হদিশ মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।
Continues below advertisement
Tags :
Behala ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ratna Chatterjee TMC Clash এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Behala Chaos