Behala Chaos: বেহালার চড়কতলার ঘটনায় অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার তৃণমূলের।Bangla News
Continues below advertisement
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের (TMC Inner Clash) পর থমথমে বেহালার চড়কতলা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আজ স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বাড়িতে গিয়ে নালিশ করেন অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়ের (Babon Banerjee) পরিবার। বিধায়ক জানান, অভিযুক্ত বাবন যেন আত্মসমর্পণ করেন। সেইসঙ্গেই তিনি জানান, অভিযুক্তদের ছাড়া হবে না। এরপরেই তৃণমূল থেকে বাবনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের আত্মসমর্পণ করতে বলার সিদ্ধান্তে ক্ষুব্ধ বাবনের পরিবার।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ TMC Clash এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Behala Clash CharakMela Issues Behala Tmc Clash বেহালা চড়কতলা এবিপি আনন্দ