Belda Update: বেলদায় পুলিশি জুলুমের অভিযোগ, প্রতিবাদে ধর্মঘটের ডাক পোল্ট্রি ব্যবসায়ীদের।
Belda News: বেলদায় পুলিশি জুলুমের অভিযোগ, প্রতিবাদে ধর্মঘটের ডাক পোল্ট্রি ব্যবসায়ীদের। ১৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। রাজ্যজুড়ে মুরগি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা। মুরগি সরবরাহের গাড়ি চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তোলা না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেলদা থানার বিরুদ্ধে অভিযোগ রাজ্য পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের
বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এসডিপিও-কে তদন্তভার দেওয়া হয়েছে: এসপি। অনুমতি ছাড়া ভিডিও প্রকাশ ও সম্মানহানির অভিযোগে মহম্মদ সেলিমের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার। এবার সেই অভিযোগ প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবিতে পথে নামল উত্তর দিনাজপুরের সিপিএমের জেলা কমিটি। অন্যের জমিতে বাড়ি করেছেন তৃণমূল কর্মী জয়ন্ত? কে বাড়ি তৈরি করেছে জানে না পুরসভা, দাবি গোপাল সাহার। 'যাঁর জমি, তিনি কোনও অভিযোগ করেননি'।' স্থানীয়রা কোনও খবর দেয়নি', দাবি কামারহাটির পুরপ্রধানের।