Recruitment Scam: OMR-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে CBI, ৪ দিনে উদ্ধার ৩৬টি হার্ড ডিস্ক
এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে ৪ দিন অভিযান চালিয়ে এবার একাধিক জিনিস উদ্ধার করল CBI। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ৪ দিনের অভিযানে অফিস থেকে উদ্ধার হয়েছে ৩৬টি হার্ড ডিস্ক। বাজেয়াপ্ত করা হয়েছে কোম্পানির ২টি সার্ভার।
CBI -র দাবি, এস বসু রায় অ্যান্ড কোম্পানির এক আধিকারিক প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হওয়ায়, প্রাথমিক নিয়োগ পরীক্ষার OMR-র মূল্য়ায়ণের বরাত পেয়েছিল এই কোম্পানি। এরপর মানিক ভট্টাচার্যের নির্দেশেই সেই OMR-র তথ্য নষ্ট করে দেওয়া হয়। আদালতের নির্দেশে, সেই নষ্ট হওয়া OMR-র কোনও ব্য়াক আপ রয়েছে কি না তা খুঁজতেই তল্লাশি অভিযান চালাচ্ছে CBI।
তাদের আশা তথ্য় প্রমাণ লোপাট করার উদ্দেশ্য়ে, সার্ভার থেকে যে তথ্য় মুছে ফেলা হয়েছে, তা বার করা সম্ভব হলে আসল রহস্য় ভেদ করা যাবে। এর জন্য় দিল্লি এবং হায়দরাবাদের সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে CBI। ডার্ড ডিস্কগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য় পাঠানো হয়েছে।