North 24 Parganas: বেলঘরিয়ায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর! কাঠগড়ায় তৃণমূল। ABP Ananda Live
বেলঘরিয়ায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ। বিজেপি কর্মীদের বৈঠক চলাকালীন হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের।
একাধিক অভিযোগ:
ফের রাত-বিরেতে শ্যুটআউট। এবার নিমতায়। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। অভিযোগ, গতকাল রাতে উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশী ফারুক আহমেদের সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হন বছর পঞ্চাশের হাফিজুল শেখ। তাঁর পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। আজ সকালে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী।
গ্রেফতার গ্যাংস্টার:
রানিগঞ্জে ২০২২ সালে ডাকাতির ঘটনায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং-কে আনা হল রাজ্যে। বিহারের বেউরের জেলে বসেই এ রাজ্যে একের পর এক অপরাধের ঘটনায় নাম জড়িয়েছে সুবোধের। রানিগঞ্জে ২০২২ সালে ডাকাতির ঘটনায় আজ ভোররাতে CID, বিহার STF, বিহার পুলিশের কড়া নিরাপত্তায় কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে আসা হয়। আজই তোলা হবে আসানসোল জেলা আদালতে। সম্প্রতি বেলঘরিয়ার রথতলায় BT রোডে ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিবৃষ্টি, ওই ব্যবসায়ীকে হুমকি, রেস্তোরাঁ ব্য়বসায়ী তাপস ভকতকে হুমকি-ফোন ছাড়াও ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লাকে খুন থেকে শুরু করে রাজ্যে একাধিক অপরাধের ঘটনায় নাম জড়ায় সুবোধ সিংয়ের।