Belgharia Shootout: বেলঘরিয়া শ্যুটআউটে ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা হামলাকারীরা। ABP Ananda Live
ABP Ananda Live: বেলঘরিয়ার (Belgharia) রথতলায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট, ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি, জনবহুল বিটি রোডের উপর গুলিবৃষ্টি করে পগারপার দুষ্কৃতীরা, ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা হামলাকারীরা, ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে তোলাবাজির বিস্ফোরক দাবি আক্রান্ত ব্যবসায়ীর, 'টিটাগড়ে ২০০ বর্গফুটের দোকান কিনতে হলেও তোলাবাজদের টাকা দিতে হয়', 'পুলিশকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি', '২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা দিতে হয় তোলাবাজদের', 'ব্যবসা করতে গেলে সমঝোতা করতেই হবে',বিস্ফোরক দাবি আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডলের।
অন্য়দিকে,পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবির সহ গ্রেফতার ৪। কিন্তু মূল অভিযুক্ত সোনা এখনও পলাতক। শুক্রবার বাইক ওভারটেককে কেন্দ্র করে পার্ক স্ট্রিট চত্বরে গুলি চলে। এখলাস বেগ নামে এক যুবকের ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সাবির ও সোনা নামে দুই দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ।