Belur Math: গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে বেলুড় মঠে ভক্ত সমাগম, হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা

Continues below advertisement

West Bengal News: ওঁ অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। অর্থাৎ, যিনি অজ্ঞান-অন্ধকারাচ্ছন্ন শিষ্যের চক্ষু জ্ঞানাঞ্জন-শলাকা দিয়া খুলিয়া দেন, সেই শ্রীগুরুদেবকে ভক্তিভরে প্রণাম করি। আজ গুরুপূর্ণিমা। বেলুড় মঠে সাড়ম্বরে পালন আজকের দিনটি। প্রতি বছরের মত এবারও অত্যন্ত ভক্তি শ্রদ্ধায় ভাব গম্ভীর পরিবেশে বেলুড় মঠে গুরু পূর্ণিমা পালন। গুরু পূর্ণিমার বিশেষ দিনে বেলুড় মঠে গুরু প্রণাম দীক্ষিত ও শিষ্যদের। গুরুকে প্রণাম জানাতে সকাল থেকেই বেলুড়মঠে ভক্ত সমাগম। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরু পূর্ণিমা উদযাপন বেলুড় মঠে। গুরুকে প্রণাম জানাতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত-দীক্ষিতেরা ফুল মিষ্টি নিয়ে এসেছেন বেলুড় মঠে। হিন্দুধর্ম মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরুকে স্মরণ করা হয় ,আলাদা করে কৃতজ্ঞতা জানানো হয় গুরুকে।

গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে বেলুড় মঠে ভক্ত সমাগম। এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা। ফুল মিষ্টি নিয়ে গুরুকে প্রণাম জানাতে সকাল থেকেই ভক্তদের ভিড়। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরু পূর্ণিমা উদযাপন ।মঠে ঠাকুর-মা-স্বামীজীর বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ, ভক্তি সঙ্গীত পরিবেশন ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram