BJP Rally: সিঙ্গল বেঞ্চেও আপত্তির কথা জানাল রাজ্য, ধর্মতলায় বিজেপির সভা ঘিরে তুঙ্গে সংঘাত

ধর্মতলায় বিজেপির সভা ঘিরে তুঙ্গে সংঘাত । ডিভিশন বেঞ্চে যাওয়ার পর সিঙ্গল বেঞ্চেও সভা নিয়ে আপত্তির কথা জানাল রাজ্য। '২০ নভেম্বর মামলা দায়েরের পর রাজ্যের আইনজীবীরা প্রস্তুতির জন্য মাত্র ১০মিনিট সময় পেয়েছেন'। হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর। 'ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের সময় শুনানির প্রস্তাবিত দিন ২৮ নভেম্বর রেখেছে রাজ্য'। শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে রাজ্য, সওয়াল বিজেপির আইনজীবীর। 'আজ মামলা দায়ের হলে শুনানির প্রস্তাবিত দিন ২৮ নভেম্বর রাখা হল কেন ?' কাল দুপুর ২টোর মধ্যে রাজ্যের ব্যাখ্য়া তলব বিচারপতি জয় সেনগুপ্তর।


JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola