Bengal Political News: মগরাহাটে নিহত বিজেপি নেতার বাড়িতে অর্জুন সিংহ, প্রিয়ঙ্কা টিবরেওয়াল | Bangla News
গত ২২ সেপ্টেম্বর মৃত্যু হয়, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী, ধূর্জটি সাহার। বিজেপি-র অভিযোগ, ভোট পরবর্তী সন্ত্রাসের বলি হয়েছেন এই নেতা। মহালয়ার দিন মগরাহাটে মৃতের বাড়িতে যান অর্জুন সিংহ ও প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পরিবারের হাতে তুলে দেন পাঁচ লক্ষ টাকার চেক। পাশাপাশি, আইনি লড়াইয়েও পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বিজেপি নেতৃত্ব। মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা দাবি তৃণমূলের।
গত বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে দাঁড়িয়েছিলেন ধুর্জটি সাহা ওরফে মানস। তৃণমূল প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লার কাছে পরাজিত হন তিনি। বিজেপি-র অভিযোগ, ২ মে ভোটের ফল প্রকাশের পরে, বাড়ি ফেরার সময় ধূর্জটি সাহার ওপর হামলা চালায় তৃণমূল। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। এরপর দীর্ঘদিন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ভর্তি ছিলেন তিন। খুলিতে গুরুতর আঘাত লাগায়, দু’দফায় অস্ত্রোপচার হয়। এক মাস পর বাড়ি ফিরলেও, ফের শারীরিক অবস্থার অবনতি হয়। সেপ্টেম্বরেই ভর্তি করা হয় ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে। ২২ তারিখ সেখানে মৃত্যু হয়। পরদিন বিজেপি নেতার মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গেলে ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশ আটকাতেই ধস্তাধস্তি বেধে যায় দু-পক্ষের মধ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার।