Bengal Political News: নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় সাড়ে তিনশো নেতা-কর্মীর
নন্দীগ্রামে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় সাড়ে তিনশো নেতা-কর্মী। প্রত্যেকেই তাঁরা নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পাঁচ নম্বর হরিপুর অঞ্চলের বাসিন্দা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির পুরসভা অভিযানে অনুমতি দিল না পুলিশ। কাল বিজেপির (BJP) পুরসভা অভিযানের কর্মসূচি রয়েছে। জোর করে কর্মসূচি পালন করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। বিপর্যয় মোকাবিলা আইনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দিল কলকাতা পুলিশ।
রেড রোডে দুর্ঘটনায় অভিযুক্ত মিনিবাস (Red Road Accident) চালকের ১৪ দিনের পুলিশ হেফাজত। চালকের থেকে পাওয়াই যায়নি তাঁর ড্রাইভিং লাইসেন্স। বাসের চাললকে বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা। তবু কর্ণপাত করেননি ঘাতক বাসের চালক। দুর্ঘটনার সময় ব্রেক ব্যবহারই করেননি চালক। রাস্তায় মেলেনি মিনিবাসের স্কিড মার্ক। বেপোরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী পুলিশ কর্মীকে ধাক্কা। ধাক্কা মেরে রেড রোড সংলগ্ন পাঁচিলে উঠে যায় বাসটি। ফরেন্সিক রিপোর্টে উল্লেখ, খবর পুলিশ সূত্রে। ১ জুলাই রেড রোডে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় পুলিশ কর্মীর।