Mamata Banerjee: বাংলার মানুষ হিংসা ভালবাসে না, হিংসা বাংলার সংস্কৃতি নয়: মমতা বন্দ্য়োপাধ্য়ায়

Continues below advertisement

'বাংলার মানুষ হিংসা ভালবাসে না', 'হিংসা বাংলার সংস্কৃতি নয়', 'এটা ক্রিমিনালদের দিয়ে হিংসা তৈরি করা ', ' এরকম আগে সিপিএম করত','আমাকে নন্দীগ্রামে আসার সময় রাস্তায় আটকে দিয়েছিল', ' নন্দীগ্রাম হাসপাতালে গেলে গুলি চালাল', 'সিপিএম-এর হার্মাদরা আজ বিজেপির ওস্তাদ হয়েছে', 'রামনবমীর মিছিলে বন্দুক নিয়ে নাচ করছে', 'বাইরে থেকে গুন্ডাদের ভাড়া করে আনে বিজেপি', 'এই জেলাতেই কয়েকজন হার্মাদ চাকরি বিক্রি করেছে', 'পুরুলিয়ার চাকরিও এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল', ' আমাদের অজান্তে বিক্রি করে দেওয়া হয়েছে', নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, ' বিহার থেকে গুন্ডা নিয়ে আসা হয়েছে', ' বুলডোজার, ট্র্যাক্টর নিয়ে, অস্ত্র নিয়ে ঢুকেছে', 'পুলিশের অনুমতি ছিল না, গায়ের জোরে ঢুকেছে', 'ক্ষতিগ্রস্তদের দোকান-বাড়ি বানিয়ে দেওয়া হবে', ' এরা হিন্দু নয়, এরা বিজেপির গুন্ডা'
' সিপিএমকে আমায় প্রাণে মারার চেষ্টা করেছিল',' নন্দীগ্রামে তিন ঘন্টার লোডশেডিং কেন হয়েছিল তার উত্তর চাই', ' তৃণমূল ক্ষমতায় আসার পর কোনও হিংসা হয়নি', '১০০ দিনের কাজের জন্য মানুষকে টাকা দিচ্ছে না', 'রাস্তার কাজের সব টাকা রাজ্য সরকারের ', 'আইন মেনেই আমি চাকরি দেব চাকরিপ্রার্থীদের ',নাম না করে দিলীপ ঘোষকেও কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের, ' রাম আর বাম এখন এক হয়েছে',শান্তি বজায় রাখতে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram