Chandrayaan-3: চাঁদের দেশে পাড়ি চন্দ্রযানের, সেই স্বপ্নযানের ক্যামেরার ডিজাইন করেছেন বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দী
চাঁদের দেশে পাড়ি দিয়েছে ভারত। গর্বের রেশের মাঝেই দেশবাসীর অপেক্ষা আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামার। ভারতীয়রা জানেন কঠিন লড়াইটা এখনও বাকি। কারণ বছর চারেক আগে চন্দ্রযান ২ চাঁদের মাটিতে নামার মুখে ভেঙে টুকরো-টুকরো হয়ে গিয়েছিল। সেই থেকে শিক্ষা নিয়েই নতুনভাবে স্বপ্ন ছোঁয়ার উড়ান ধরা। আর সেই গর্ব-স্বপ্নকে বাস্তব করার জন্য সবথেকে বেশি যাঁদের ওপর ভরসা করেছে ইসরো, তিনি একজন বাঙালি বিজ্ঞানী। অনুজ নন্দী। চন্দ্রযান ৩-র ক্যামেরার ডিজাইন করেছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা।
উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুলে পড়াশোনা শেষ করার পর রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতক হন অনুজ নন্দী। তারপর আর পিছন তাকাতে হয়নি তাঁকে ৷ বেঙ্গালুরুর ইসরোতে গত আট বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী। যখন ছেলের কাজের দিকে তাকিয়ে দেশবাসী তখন গর্বে-আনন্দে চোখে জল অনুজের মা শোভা দেবীর। চন্দ্রযানের উড়ে যাওয়া গোটা দেশের সঙ্গে দেখেছেন অনুজের পরিবারের লোকজনও। আপাতত দেশবাসীর মতোই তাঁদেরও অপেক্ষা চন্দ্রযান ৩-র চাঁদের মাটিতে সফলভাবে নামার। ছেলের বানানো ক্যামেরার চোখে ভর করেই দেশ যে কাজ করতে পারবে বলেই আশা-ভরসায় বুক বাঁধছে ইসলামপুরের আশ্রমপাড়ার পরিবার।